শিক্ষা

ভেড়ামারা বিজেএম কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিশ আলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  admin2 ২৯ নভেম্বর ২০২২ , ৩:০২:৪৪ 159

বিধান কুমার কুন্ডু ভেড়ামারা প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারার উপজেলার ঐতিহ্যবাহী বিজেএম ডিগ্রি কলেজ -এর ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ইদ্রিশ আলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা মঙ্গলবার (২৯) নভেম্বর সকালে হলরুমে অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলীম স্বপন।

বিশেষ অতিথি ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রুবেল মাহমুদ রতন।

প্রভাষক সাইফুজ্জামান ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ইয়াকুব আলী, সাবেক সদস্য ফিরোজ কবীর, বিদায়ী সহকারী অধ্যাপক মোঃ ইদ্রিশ আলী, সহকারী অধ্যাপক ফেরদৌস হোসেন, সহকারী অধ্যাপক ইলা রায়, সহকারী অধ্যাপক কবিরুল হাসান, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম সহকারী অধ্যাপক (অব.) আজিজুর রহমান শেলী, প্রভাষক সাইফুল ইসলাম প্রমুখ।

আরও খবর:

Sponsered content