সকল সংবাদ

যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে হাসানুল হক ইনু

  admin2 ১৫ নভেম্বর ২০২১ , ৯:০৭:৫১ 553

দেশ সংবাদ২৪.কম//

যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে হাসানুল হক ইনু

যুক্তরাষ্ট্র সরকারের বানিজ্য মন্ত্রণালয় (US STATES DEPERTMENT OF COMMERCE)-এর আমন্ত্রণে জাসদ সভাপতি,

জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম-BIGF এর সভাপতি জনাব হাসানুল হক ইনু এমপি আজ ১৪ নভেম্বর ২০২১ থেকে যুক্তরাষ্ট্র্র সফর শুরু করছেন।

জনাব হাসানুল হক ইনু এমপি যুক্তরাষ্ট্র সরকারের বানিজ্য মন্ত্রণালয় আয়োজিত আগামী ১৫ নভেম্বর থেকে ১৮ নভেম্বর ২০২১ পর্যন্ত ওয়াশিংটন ডিসি’র হিলটন গার্ডেন ইন হোটেলে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ডিজিটাল অর্থনীতি এবং সাইবার আইন বিষয়ক পরামর্শ সভায়'(US-Bangladesh Consultantation on Digital Economy and Cyber Issues) যোগদান করবেন।

জনাব ইনুর নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফররত নয় সদস্য বিশিষ্ট বাংলাদেশের এ প্রতিনিধি দলে রয়েছেন বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাসিম পারভেজ এনডিসি, এএফডবলিউসি,

পিএসসি; বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক জনাব তারিক এম. বরকতউল্লাহ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সিনিয়র স্পেশ্যালিস্ট জনাব তৌহিদুর রহমান, বিএনএনআরসি’র সিইও জনাব এএইচএম বজলুর রহমান,

বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের সাধারণ সম্পাদক জনাব মোহম্মদ আব্দুল হক অনু, বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশনের সভাপতি জনাব আমিনুল হাকিম, ই-কর্মাস এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল

এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি ও বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম এর সদস্য মিসেস আফরোজা হক রীনা।

জনাব হাসানুল হক ইনু যুক্তরাষ্ট্র সরকারের বানিজ্য মন্ত্রণালয় আয়োজিত ১৫ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ওয়াশিংটন ডিসি’র হিলটন গার্ডেন ইন হোটেলে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ডিজিটাল অর্থনীতি ও সাইবার বিষয়ক পরামর্শ সভা’য় যোগদানশেষে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন এবং ওয়াশিংটন,

ভার্জিনিয়া, রিচমন্ড, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন, যুক্তরাষ্ট্র জাসদসহ বিভিন্ন সংগঠন আয়োজিত সভায় যোগদান করবেন। জনাব হাসানুল হক ইনু ১ ডিসেম্বর বাংলাদেশে ফিরে আসবেন।

বার্তা প্রেরক

সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটি
০১৯১১৫৮৫৯৪৫

আরও খবর:

Sponsered content