অপরাধ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত ১আহত ১ জন

  admin2 ১ ডিসেম্বর ২০২২ , ১০:৪৩:৩৭ 190

নিজস্ব প্রতিবেদক ঃ

আজ ১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় ভেড়ামারা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের সামনের প্রধান সড়কে ষ্টিয়ারিং টলি ও মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে এক জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তি মোটর সাইকেল আরোহী।অপর জনের অবস্হা আশঙ্কাজনক।নিহত মোটর সাইকেল আরোহীর নাম মোঃ সোহাগ হোসেন, বয়স ১৮।

সে পাশ্ববর্তী মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামের মোঃ সাবদুল্লাহ’ র পুত্র। জানা গেছে মোটর সাইকেল আরোহী দুজনই সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থী।রিক্রিয়েশনের জন্য তারা লং ড্রাইভে ভেড়ামারা মহাসড়কে প্রবেশ করেছিলেন।

প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ও মহাসড়ক গুলি নতুন নতুন মৃত্যুর খবরের শিরোনাম হয়ে পত্রিকার পাতার প্রধান খবর হিসেবে আবির্ভুত হয়।এর কারণ খুঁজতে গেলে যা পাওয়া যায়, তাহলো সড়কে বেপরোয়া গাড়ী চালনা,
ওভার টেকিং করা,তিন চাকার থ্রি হুইলার অটো,সিএনজি,পটাক,পাখি ভ্যান,চৌকি ভ্যান এর অবাধে চলাচল, অদক্ষ, ড্রাইভিং লাইসেন্স বিহীন ড্রাইভারের গাড়ী চালনা ও অপ্রাপ্ত বয়স্কদের গাড়ী চালানো।

এ থেকে উত্তোরণের জন্য প্রশাসনের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজপতি,জনপ্রতিনিধিদের সমন্নিত উদ্দোগ,গণসচেতনতা সৃষ্টি সহ নানাবিধ কার্যক্রম।

নচেৎ সড়কে মৃত্যুর মিছিল কখনোই দমন করা সহজতর হবে না বলে সচেতন মহলের বিশ্বাস।

আরও খবর:

Sponsered content