জাতীয়

আপিল বিভাগের বিচারপতি নতুন তিন বিচারপতিকে সংবর্ধনা

  admin2 ১১ ডিসেম্বর ২০২২ , ১১:৩৭:০৩ 171

আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী সহ নতুন তিন বিচারপতিকে সংবর্ধনা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া কুষ্টিয়ার কৃতিসন্তান বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকীসহ তিন বিচারপতিকে আজ সকালে সংবর্ধনা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

সুপ্রিম কোর্টের রীতি অনুযায়ী, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আপিল বিভাগে নবনিযুক্ত বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকীর গৌরবময় কর্মজীবন পড়ে শোনান।

এরপর সংবর্ধনার জবাবে আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম বক্তব্য রাখেন। এসময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগের অন্যান্য বিচারপতি, বিপুল সংখ্যক আইনজীবী ও পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৫ জন বিচারপতি ছিলেন। নতুন তিন বিচারপতি নিয়োগের মাধ্যমে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল ৮ জনে।
আপিল বিভাগে নতুন নিযুক্ত তিন বিচারপতি আজ রবিবার (১১ ডিসেম্বর) ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দুপুর সোয়া ২টায় পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বিকাল ৪টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এদিকে, শপথের পর আপিল বিভাগের কার্যতালিকা প্রকাশ করা হয়েছে।
আপিল বিভাগের এক নম্বর কোর্টে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে দায়িত্ব পালন করবেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন।
আপিল বিভাগের দুই নম্বর কোর্টে বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন- বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী।
সকালে আপিল বিভাগে আনুষ্ঠানিক সংবর্ধনার পর বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকীকে তাঁর দপ্তরে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে আসেন বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, মুজিবনগর সরকারের রূপকার, বাংলাদেশের অন্তবর্তীকালীন সংবিধান, স্বাধীনতার ঘোষনাপত্রের রচয়িতা, ১৯৭২ সালের সংবিধান প্রনয়ণ কমিটির সদস্য, বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিষ্টার এম আমীর-উল ইসলাম। এসময় তাঁর সুযোগ্য কন্যা ব্যারিস্টার তানিয়া আমীরও উপস্থিত ছিলেন। কিছু সময় স্মৃতিচারণ ও মতবিনিময় করেন তাঁরা।

আরও খবর:

Sponsered content