অপরাধ

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২ জন

  admin2 ১৪ ডিসেম্বর ২০২২ , ৬:৩৬:০০ 167

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়া ভেড়ামারা রায়টা সড়কের বাঁকা পুল নামক স্থানে আজ সকাল আনুমানিক ৯টার সময় ঘনকুয়াশার মধ্যে কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ।
সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত একজন এবং হাসপাতালে নেয়ার পর একজন ও আহত দুই জন।

নিহতের মধ্য জুনিয়াদহ গ্রামের মৃত লাল বাবুর ছেলে খন্দকার রুহুল আমিন (৫৫) , অপরজন ঐ একই গ্রামের মজনু , আহতরা হলো জুনিয়াদহ গ্রামের মজনুর স্ত্রী মোছাঃ হাবিবা খাতুন (৬৫) , বাহাদুরপুর মসলেম পুর গ্রামের মোঃ মাহাবুল এর ছেলে ফয়সাল আহমেদ রানা (৩০)
সম্পর্কে নিহত মজনু ও আহত হাবিবা খাতুন স্বামী স্ত্রী, উভয়েই চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় অবস্থানর মেয়ের কাছে যাচ্ছিলেন,

ভেড়ামারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দূর ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের স্থানীয় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন,

ঘাতক ট্রাকটি যার নং ( ঢাকা মেট্রো উ ১১-৩৫১৪) যমুনা গ্রুপের মালিকানাধীন, দূর্ঘটনার পর ড্রাইভার দ্রুত গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় বাহাদুরপুর বাজারে আটক করা হয়

ভেড়ামারার কুচিয়ামোড়া ক্যাম্প ইনচার্জ এস আই সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘাতক ট্রাকটি নিজ হেফাজতে ক্যাম্পে নিয়ে যান।

আরও খবর:

Sponsered content