admin2 ২৩ ডিসেম্বর ২০২২ , ১২:২১:৪৮ 65
লিপু খন্দকারঃ
কুষ্টিয়ার খোকসায় মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে ক্রেতা সেজে কিনতে এসে চালিয়ে দেখার কথা বলে উধাও হবার ১৬ দিন পর মোটরসাইকেলটি উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে যশোর থেকে প্রতারককে আটক ও ইবি থানার লক্ষীপুর বাজার থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
প্রতারক যশোর জেলার তালবাড়িয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৮)।
মামলার এজাহার সুত্রে জানা যায়, খোকসার ওসমানপুর গ্রামের আবু মুছা করিম এর ছেলে সোহেল তার ব্যবহৃত পালসার মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দিলে ৬ ডিসেম্বর ক্রেতা সেজে মামুন তার মোটরসাইকেল কিনতে আসে।
এবং দরকষাকষির এক পর্যায়ে দাম মিটিয়ে পরখ করে দেখার কথা বলে মোটরসাইকেল চালিয়ে সে উধাও হয়ে যায়। দীর্ঘ সময় পার হয়ে গেলে মোটরসাইকেল নিয়ে মামুন ফিরে না আসলে খোঁজাখুঁজির একপর্যায়ে সোহেল খোকসা থানায় অভিযোগ দিলে পরবর্তীতে মামলা রুজু হয়।
খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় খোকসা থানায় মামলা হয়। এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দীপন কুমার ঘোষ আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে ২২ ডিসেম্বর বৃহস্পতিবার প্রতারককে আটক ও মোটরসাইকেলটি উদ্ধার করেছেন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |