গনমাধ্যম

ফেনীতে প্রবাসী স্বামীকে বিমান বন্দরে আনতে গিয়ে বাড়িফেরা হলোনা স্ত্রীর

  admin2 ২৪ ডিসেম্বর ২০২২ , ১:০৬:৪৪ 117

ফেনী প্রতিনিধি

ফেনীতে প্রবাসী স্বামীকে বিমান বন্দরে আনতে গিয়ে বাড়ি ফেরা হলোনা স্ত্রী জান্নাতুল ফেরদৌসের
মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় নারীসহ নিহত ২ আহত ৭ জন

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক নারী যাত্রী সহ চালক নিহত হয়েছেন।এসময় আহত হয়েছেন অন্তত ৭ জন।
শনিবার ভোরে সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার সংলগ্ন স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত চালক ইমাম হোসেন রিপন (২৩) নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার দক্ষিণ মোহাম্মদ পুর গ্রামের আবদুল মতিন বাবুল মিয়ার ছেলে।অপর নারী যাত্রী জান্নাতুল ফেরদৌস (৩৬) ফেনীর দাগনভুঞা উপজেলার সেবারহাট এলাকার গোবিন্দ পুর গ্রামের প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়,বেলাল হোসেন নামে কুয়েত প্রবাসী বিদেশ ফেরৎ এক যাত্রীকে নিয়ে ঢাকা থেকে দাগনভুঞা উপজেলার সেবারহাট এলাকার গোবিন্দ পুর গ্রামে যাচ্ছিল
একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫৩-৪৯৮১)। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে গাড়ীটির।এতে ঘটনাস্থলেই চালক ইমাম হোসেন রিপন নিহত হয়।

এসময় আহত হয়েছেন অন্তত ৭ জন যাত্রী।পরে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে সেখানে এক নারী নিহত হয়।আহত হওয়া সকলের অবস্থা আশংকাজনক রয়েছে।

ফেনী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান,নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এছাড়া আহতরা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

আরও খবর:

Sponsered content