অন্যান্য

কুষ্টিয়ার দৌলতপুরে নানা বাড়ি বেড়াতে গিয়ে ২ শিশু নিখোঁজ ১২ ঘন্টা পর নদী থেকে উদ্ধার

  admin2 ২৯ ডিসেম্বর ২০২২ , ১১:৪২:৫৫ 213

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর পদ্মা নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকার পদ্মা নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু হলো গোলাবাড়ি এলাকার লিপন মন্ডলের ছেলে রিফাত মন্ডল (৮) ও কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা গ্রামের মজিবর রহমানের ছেলে মোহাম্মদ মোরসালিন (৬)। এর মধ্যে মোরসালিন দুই দিন আগে তার দাদাবাড়ি থেকে গোলাবাড়িতে নানা বাড়িতে বেড়াতে যায়।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মোরসালিনের নানাবড়ির পাশেই রিফাতের বাড়ি। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মোরসালিন ও রিফাত বাড়ির বাইরে খেলতে বের হয়। এর পর থেকেই তারা দুজন নিখোঁজ ছিল।

দুই শিশুর পরিবার দিনভর আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। গোলাবাড়ি গ্রামের পাশেই পদ্মা নদী। পরে গতকাল রাত ১১টার দিকে স্থানীয় লোকজন পদ্মা নদীতে মোরসালিন ও রিফাতের লাশ ভাসতে দেখে সেখান থেকে লাশ দুটি উদ্ধার করে।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইম উদ্দীন সেন্টু বলেন, নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর পদ্মা নদী থেকে গোলাবাড়ি এলাকার দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দুই শিশুর লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, মোরসালিন মাত্র দুই দিন আগে তার নানাবাড়িতে বেড়াতে আসে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

আরও খবর:

Sponsered content