admin2 ৮ জানুয়ারি ২০২৩ , ১২:২৩:২৮ 50
দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় ২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ হেলাল উদ্দিন (২৮) নামে এক আসামিকে আটক করেছে র্যাব।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় মাদকসহ তাকে আটক করা হয়। সে একই ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের এরশাদ কর্মকারের ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র্যাবের অভিযানিক দল দৌলতপুর উপজেলার সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় ২ কেজি ৭০০ গ্রাম ভারতীয় গাঁজা সহ আসামি হেলাল উদ্দিনকে আটক করা হয়। পরে উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা নির্ধারণ করে মাদকসহ আটক আসামিকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র্যাব এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |