admin2 ১৫ নভেম্বর ২০২১ , ১১:৩৫:২০ 509
দেশ সংবাদ২৪.কম//
কুষ্টিয়া ১৫ নভেম্বর ২০২১,
কুষ্টিয়ায় নানা আয়োজনে জাতীয় রেলদিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কুষ্টিয়ার জগতি রেলস্টেশন চত্বরে আয়োজন করা হয় আলোচনাসভাসহ নানা অনুষ্ঠানের। দুপুর ১টায় রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা কবুতর ও বেলুন উড়িয়ে রেলদিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে কাটা হয় কেক। এর আগে রেলস্টেশনের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়।
ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার(ডিআরএম) শাহেদুল ইসলাম, পাকশী অঞ্চলের ডিইএন-১ বীরবল মন্ডল উপস্থিত ছিলেন।
১৮৬২ সালের ১৫নভেম্বর প্রথম রেলযুগে প্রবেশ করে বাংলাদেশ। চুয়াডাঙ্গার দর্শনা হয়ে জগতি রেলস্টেশনের জন্ম হয়। সে কারনে দেশের প্রথম রেলওয়ে স্টেশন হিসেবে স্বীকৃতি লাভ করে কুষ্টিয়া সদর উপজেলার জগতি রেলওয়ে স্টেশন। গত বছর থেকে ১৫নভেম্বর বাংলাদেশ সরকার রেলদিবস হিসেবে ঘোষণা দেয়।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |