রাজনীতি

মিরপুরে জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মহাম্মদ শরীফের মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত

  admin2 ১২ জানুয়ারি ২০২৩ , ২:১১:২০ 100

এম আনোয়ার হোসেন নিশি

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা জাসদের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহাম্মদ শরীফের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১২-০১-২০২৩ বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলার নওদা বহলবাড়ীয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

নওদা বহলবাড়ীয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু ও সহকারী শিক্ষক নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস, খাদিমপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নওদা বহলবাড়ীয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাঃ শামসুজ্জোহা, নওদা বহলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খবির উদ্দিন। এ স্বরণ সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য আবু বক্কার বিশ্বাস, অভিভাবক সদস্য খালেকুজ্জামান রতন,

বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার কামাল হোসেন, সাবেক মেম্বার আবুল কালাম আজাদ ওরফে কালু মেম্বার, পিয়ার উদ্দিন পিরু, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হক, বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক মীর মুখতিছুর রহমান মির্জা,
জাতীয় নারীজোট মিরপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদিকা ও সাবেক মেম্বার রুমা হক, পৌর নারীজোটের সভানেত্রী ও সাবেক কাউন্সিলর শেফালি খাতুন, পোড়াদহ ইউপি নারী জোটের সহ-সভানেত্রী রুমানা প্রমুখ।

আয়োজনে ছিলেন নওদা বহলবাড়ীয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাঃ শামসুজ্জোহ। দোয়া মাহফিল পরিচালনা করেন করেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মহাম্মদ ওলিউর রহমান। নিশি- ১২-০১-২০২৩

আরও খবর:

Sponsered content