অপরাধ

ঝিনাইদহে ইট ভাটার ট্রাকে কেড়ে নিল দুই মোটর সাইকেল আরহীর প্রাণ

  admin2 ১৪ জানুয়ারি ২০২৩ , ১১:৪৬:৩৮ 100

আহসানুল কবির হিরো

ঝিনাইদহ কালীগঞ্জ মহা-সড়কে আজ সকাল ৯টার দিকে কয়ারগাছি এলাকার ছালাভরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে,এবং ঘটনাস্থলেই মর্মান্তিক ভাবে নিহত হয় দুই যুবক।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, উপজেলার কয়ারগাছি এলাকায় ইট ভাটার সামনে মহা সড়কে মাটির প্রলেপ পড়েছিলো আর সেই মাটিদেই স্লিপ করে ট্রাকে পিষ্ঠ হয়ে যায় দুই যুবক।

স্থানীয়রা আরো জানান গতকাল থেকে একইস্থানে চারটি দুর্ঘটনা ঘটে।
আজ সকালে কিংশুক ইটভাটার একটি ইট বোঝাই ট্রাক মহাসড়ক ধরে যশোরের দিকে যাচ্ছিল, এসময় বিপরিত দিক থেকে আসা দুই মোটর সাইকেল আরহী কাদায় স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা ট্রাকে সজোরে ধাক্কা দিয়ে চাপাদিলে দুজনই মর্মান্তিক ভাবে ঘটনাস্থলে নিহত হয়।

নিহতরা হলেন উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রবিউল বিশ্বাসের ছেলে সাকিল আহমেদ (২০)ও বিটুল বিশ্বাসের ছেলে রকিব বিশ্বাস (২২)।
নিহতদের লাশ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনার নেপথ্যে লুকিয়ে আছে প্রশাসনের অবহেলা, কারন ঝিনাইদহ শহর জুড়ে অবৈধ ইটভাটা গুলো অবৈধ ভাবে মাটি কেটে মহা সড়কে সেই মাটি ফেলে সয়লাব করে ফেলছে কিন্তু প্রশাসন সম্পূর্ণ নিরব দর্শকের ভূমিকায় রয়েছেন।

অবৈধ উপায়ে মাটিকাটা এবং মহাসড়কে মাটির প্রলেপ ফেলার উপরে ধারাবাহিক সংবাদ প্রচার হলেও জেলা প্রশাসন বা উপজেলা সহকারী কমিশনার ভূমির নিরব ভুমিকার কারনেই আজকে ঘটছে মৃত্যুর মতো ঘটনা।

প্রকৃতপক্ষে এই সকল মৃত্যুরদায় কার..?
রাষ্ট্রের কোটি টাকা বেতন দিয়ে যাদের উপরে এই সকল অবৈধ বিষয় নিয়ন্ত্রণ করতে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই এই সকল প্রভাবশালী ইটভাটার কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে অবৈধ ভাবে মাটিকাটতে ও মহাসড়কে অবৈধ গাড়িদিয়ে পরিবহন করার সুযোগ দিচ্ছেন।

ঝিনাইদহ শহরের প্রতিটি রাস্তার অবস্থা ভয়ানক রকমের বিপদজনক হয়ে আছে।
ঘটছে দুর্ঘটনা হচ্ছে মৃত্য, তাতে প্রশাসনের কি আসে যায়।
তবুও সর্বসাধারণ জনগণের দাবি অনতিবিলম্বে এই সকল ইটভাটার মাটিকাটার বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে।

আরও খবর:

Sponsered content