অপরাধ

কুষ্টিয়ার মিরপুরে নকল কীটনাশক উদ্ধার

  admin2 ১৫ জানুয়ারি ২০২৩ , ২:১৬:৩২ 83

এম আনোয়ার হোসেন নিশি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজার থেকে সিনজেনটা কোম্পানির নকল কীটনাশক উদ্ধার করেন মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে বারুইপাড়া ইউনিয়নের মশান বাজারের মেসার্স রবিউল ট্রেডার্স এর মালিক রবিউল ইসলামের দোকান থেকে ৪১ কেজি গ্রোজীন কীটনাশক উদ্ধার করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা গোলাম সরোয়ার ও মাহবুল রহমান।

সিনজেনটা কোম্পানির পক্ষ থেকে ছিলেন এডাক এজেন্ট নাজিল এবং সিরাজুল ইসলাম। সার্বিক সহযোগীতায় ছিলেন সিনজেনটা কোম্পানির মিরপুর উপজেলা পরিবেশক শাহ আলম।

এ সময় সিনজেন্টা কোম্পানির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নকল কীটনাশক উদ্ধার করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রেরণ করেন। নিশি- (১৫-০১-২০২৩)

আরও খবর:

Sponsered content