গনমাধ্যম

সংবাদ উপস্থাপিকা ডা. নাতাশা আর নেই

  admin2 ২০ জানুয়ারি ২০২৩ , ১২:২৪:৩৬ 86

দেশ সংবাদ

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সহযোগী অধ্যাপক ও মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা ডা. এন কে নাতাশা মারা গেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি।

২০১৯ সাল থেকে তিনি স্তন ক্যান্সারে ভুগছিলেন। এরপর দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন দেশে এবং দেশের বাইরে। তার স্তন ক্যান্সারের সার্জারি হয় ২০২০ সালের ৮ মার্চ।

এরপর গত বছর সেপ্টেম্বর আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি৷ নিয়মিত হয়েছিলেন সংবাদ পাঠে। কিন্তু গত বছরের ডিসেম্বর আবারও তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে।
এর মধ্যেই গতকাল রাতে হার্ট অ্যাটাক করেন। সাড়ে তিনটায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।

উল্লেখ্য, ডা. নাতাশা ডায়াবেটিস ও স্বাস্থ্য বিষয়ে পিএইচডি করেছেন। এআইইডিসিআর থেকে প্রকাশিত হেলথ বুলেটিনের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি।

আরও খবর:

Sponsered content