ধর্ম

কুষ্টিয়ার মিরপুর পৌর শহরের যোগীপোলে মহিলা মাদরাসার ভিত্তি প্রস্তর স্থাপন

  admin2 ২৮ জানুয়ারি ২০২৩ , ১২:০০:৩৪ 56

এম আনোয়ার হোসেন নিশি-২৮-০১-২০২৩ ॥ মহিলাদের ইসলামী শিক্ষার গুণাগতমান আরো প্রসারিত করতে বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন যোগীপোল ফাতিমা নিবতে মোহাম্মদ (সাঃ) মহিলা মাদরাসা-এতিম খানা ও লিল্লাহ বোর্ডিং ’র।

কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ড যোগীপোলে অবস্থিত নারী শিক্ষার সার্বিক উন্নতম প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে ২০১৯ সালে। মাটি কেটে ভিত্তি প্রস্তরের কাজ শুরু করেন পৌর মেয়রের নির্দ্দেশ ক্রমে প্যানেল মেয়র ও একাধিক বারের নির্বাচিত কাউন্সিলর জমির উদ্দিন এবং ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল গণি প্যারিন।

সার্বিক ব্যবস্থাপনা ও প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ¦ মাওলানা আবুল হাশেম। ২৮ জানুয়ারী ২০২৩ শনিবার সকাল সাড়ে ১০ টার সময় অনুষ্ঠিত এ ভিত্তি প্রস্তর স্থাপনে আমন্ত্রীত অতিথিদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন বিজিবি’র অবসর প্রাপ্ত ডিএডি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, কুষ্টিয়া জেলা সমাজ সেবা আফিসার হাফেজ মাওলানা মুহাঃ আরিফুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক শামসুল হক, ইসলামী আন্দোলন মিরপুর উপজেলা শাখার সেক্রেটারী দবির উদ্দিন,
অবসর প্রাপ্ত বিজিবি’র সদস্য আব্দুল মান্নান, আলহাজ¦ হামিদুল ইসলাম, ডাঃ নাজিম উদ্দিন বিশ^াস, সৈয়দ শামসুজ্জামান পলাশ, সমাজ সেবক আবুল কালাম আজাদ বিশ^াস প্রমুখ। এ বিষয় শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ¦ মাওলানা আবুল হাশেম বলেন- আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে দেশের সার্বিক দিক নির্দ্দেশনা অনুযায়ী পাঠদান করানো হবে।

যেমন *দেশ বরেণ্য দ্বীন- ইসলাম চিন্তাবিদদের দ্বারা সার্বিক তত্বাবধায়ন,* অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদান,* আরবী, বাংলা,ইংরেজী ও গণিত বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদান,* ইসলাম ও আধুনিক শিক্ষার সফল সমন্বয়ের প্রয়াস,* সর্বোচ্চ ৪ বছরের মধ্যে হিফজ সম্পন্ন করার প্রচেষ্টা,* বাংলাদেশ কওমী শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দেওয়া হয়,* তালিমের সাথে তারবিয়াতের সমান গুরুত্ব সহকারে ইসলামের আদর্শ বাস্তব অনুশীলন,* আরবী, ইংরেজী ও বাংলা লেখা, বক্তৃতা ও বিতর্ক শেখার জন্য রয়েছে সুষ্ঠু ব্যবস্থাপনা,* সেমিষ্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহন,* স্বল্প খরচে উন্নত আবাসিক ব্যবস্থা ও স্থাস্থ্যসম্মত খাবার পরিবেশন,* এতিম ও দুঃস্থদের জন্য বিশেষ ছাড়,* প্রতিদিন যোহরের নামাজের পরে বয়স্ক মহিলাদের কোরআন শিক্ষার সু-ব্যবস্থা। তাই ইসলামী শিক্ষা বিকাশ ঘটার সুবর্ণ্য সুৃযোগ নিয়ে দেশ বরেণ্য আলেমা তৈরীতে আসুন নিজ সন্তাদের ভর্ত্তি করুন- দ্বিনি শিক্ষার আলো ছড়িয়ে দিই।

আরও খবর:

Sponsered content