admin2 ২ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:১৩:৪১ 81
কুষ্টিয়া প্রতিনিধি
জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় হুইলচেয়ার নির্ভর জীবন জীবিকা ও আরও অনেক তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করায় তরুণ উদ্যোক্তা ও সফল ফ্রিল্যান্সার কুষ্টিয়ার অনিক মাহমুদকে সম্মাননা প্রদান করা হয়েছে।
জাগ্রত সেবা ও জাগ্রত সাহিত্য পরিষদের উদ্যোগে সম্প্রতি এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনিক মাহমুদ এর হাতে এ সম্মাননা তুলে দেন।
এসময় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কালচারাল অফিসার সুজন রহমান, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রশীদ চৌধুরী, কৃতি সাঁতার প্রশিক্ষক আমিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার মো: শহীদুল্লাহ্, সাংবাদিক এসএম জামালসহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম
বলেন, ‘শারীরিক অক্ষমতা মানেই সবকিছু থেমে থাকা নয়। হাঁটাচলা করতে সক্ষম নন অনিক মাহমুদ। তবে এই প্রতিবন্ধকতার কাছে হার মানেননি তিনি। মনোবল হারাননি।
ফ্রিল্যান্সিংকে অবলম্বন করে নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন। যার ফলে অদম্য লড়াকু অনিক মাহমুদ এখন সফল ফ্রিল্যান্সার। বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য কাজ করছে বলেই অনিক দেশসেরা সফল ফ্রিল্যান্সার এর পদকসহ আরও অনেক সম্মাননা লাভ করেছে।
আমরা অনিকের জন্য সবসময় তার পাশে থাকতে চাই। আজকের এই সম্মাননা তাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
সম্মাননা পাওয়ার পর অনুভুতি ব্যক্ত করতে গিয়ে অনিক মাহমুদ বলেন, ইচ্ছে ছিল জীবনে এমন কিছু করবো যাতে করে আমার এই প্রতিবন্ধীতার নামটি ঘুচে যায়। আমি সফল হয়েছি। কারণ. আমার কারো কাছে কাজের জন্য যাওয়া লাগে নি।
বরং, আমি আমার প্রতিষ্ঠানে কিছু তরুণদের চাকরি দিতে পেরেছি। এই মনোবল আর ইচ্ছাশক্তির কারণেই হয়তো আজ আমি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি।’
২০১৮ সালে অনলাইনের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনের কোর্স করেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার মোজাহার আলীর ছেলে অনিক মাহমুদ। এরপর ইউটিউবের ভিডিও দেখে এবং বিভিন্ন টিউটোরিয়াল সাইট থেকে নিজের দক্ষতা বাড়ান।
টি-শার্ট ডিজাইন নিয়ে ফাইভার ও আপওয়ার্কে কাজ করে সফল ফ্রিল্যান্সার হিসেবে খ্যাতি পেয়েছেন অদম্য লড়াকু অনিক।