admin2 ৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:০৫:৫২ 87
স্টাফ রিপোর্টার। মিরপুর
জেলা পর্যায়ে গতকাল বুধবার কুষ্টিয়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মডেল মসজিদে অনুষ্ঠিত জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা
২০২৩ মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী সুলতানপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা ক বিভাগে কেরাত প্রতিযোগিতায় মোহাঃ জুবায়ের ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেছেন, খ বিভাগে হামনাত প্রতিযোগিতায়
মোঃ আব্দুস সামাদ প্রথম স্থান ও কেরাত প্রতিযোগিতায়দ্বিতীয় স্থান অধিকার করেছেন ।
এছাড়াও অত্র মাদ্রাসা থেকে জেলা পর্যায়ে কবিতা, উপস্থিত বক্তৃতা, কেরাত, হামনাত,রচনা, ও আজান প্রতিযোগিতায় ১০ জন শিক্ষার্থী মিরপুর উপজেলা থেকে অংশগ্রহণ করেন।
বিজয়ী শিক্ষার্থীদের অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মহাম্মদ আলী জোয়ারদার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিজয় শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।