admin2 ৯ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:৪৬:২৫ 73
মাসুদ রানা লেবু
‘পুলিশি জনতা, জনতাই পুলিশ’ – শ্লোগানে কুষ্টিয়ার ভেড়ামারায় থানার আয়োজনে বৃহস্পতিবার বিকেলে থানা চত্বরে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার
আবু রাসেল, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল আজিম,
জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা।
অন্যান্যের মধ্যে পৌর কাউন্সিলর সোলাইমান মাস্টার, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সংবাদকর্মীবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।