অপরাধ

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে এক ভুয়া এমবিবিএস ডাক্তার আটক

  admin2 ১৩ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:২৯:০৫ 55

কুষ্টিয়া প্রতিনিধি

র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,

মোঃ আল আমিন (৩৫) নামের এক ব্যক্তি এমবিবিএস ডাক্তার পরিচয় ব্যবহার করে নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জনসহ যাবতীয় রোগের চিকিৎসা প্রদান করে আসছেন।

এরই ধারাবাহিকতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র‍্যাব-১২ এর একটি আভিযানিক দল অদ্য ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ইং তারিখ দুপুর ০২:০০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন ছেউড়িয়া কারিগরপাড়া গ্রামে” একটি অভিযান পরিচালনা করে

মোঃ আল আমিন (৩৫), পিতা-মোঃ মহিউদ্দিন বিশ্বাস, সাং-হাউজিং ডি-ব্লক ২৭০, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করে। পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলায় কুমারখালী থানায় প্রতারনার মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

র‍্যাব উল্লেখ করেন, এই ধরণের প্রতারক চক্রের সক্রিয় সদস্যদের বিরুদ্ধে অভিযান সচল রেখে প্রতারক মুক্ত সমাজ গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

আরও খবর:

Sponsered content