admin2 ১৬ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৪৭:১১ 67
দেশ সংবাদ
কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী মোঃ মনিরুজ্জামান (যুগ্ন সচিব,) এর বদলি জনিত বিদায় সংবর্ধনা গত বৃহস্পতিবার রাত ৮ টায় হরিশংকরপুর হাজী রবিউল ইসলামের নিজ বাসভবনের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলামের আয়োজনে ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজগর আলী । এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, মহাম্মদ আলী জোয়ারদার , মোঃ জহুরুল ইসলাম, মোঃ সেলিম হক, সাবেক সদস্য মোঃ শরিফুল ইসলাম , জান্নাতুল মাওয়া রনি, মামুন-অর-রশিদ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শফিকুল আজম, উপসহকারী প্রকৌশলী মেজবাহুর রহমান, সদ্য বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা শেখ মোঃ শাহিনুজ্জামান,জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোমিজুর রহমান মোমিজ, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক খোন্দকার ইকবাল মাহমুদ, খন্দকার জিয়াউল হক, আলহাজ্ব ওমর ফারুক, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মোঃ আবু জাফর, সাবেক পরিচালক এস এম শাকিল কাদেরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা পরিষদের পেশ ঈমাম হাফেজ মাওলানা মোঃ ।
পরে বিদায়ী অতিথি মুন্সী মোঃ মনিরুজ্জামান ও প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান কে সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদের অন্যতম সদস্য মহাম্মদ আলী জোয়ারদার ।