অপরাধ

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কচুদহে তুচ্চ ঘটনার জের ধরে একজনকে হত্যা

  admin2 ১৮ ফেব্রুয়ারি ২০২৩ , ২:৪১:৩১ 39

এম আনোয়ার হোসেন নিশি ॥

(১৮-০২-২০২৩) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামে জমির সীমানা প্লার ঢেকে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ ফিরোজ হাসুয়া দিয়ে আব্দুল মান্নান (৫০)কে হত্যা করেছে বলে জানা গেছে।

বর্তমানে লাশ মিরপুর হাসপাতালে পুলিশ হেফাযতে রয়েছে। ঘটনা ১৮ ফেব্রুয়ারী শনিবার সন্ধা সাড়ে ৫ টার সময় এ হত্যাকান্ড ঘটে।

সূত্রে জানান প্রতিবেশির আমির হোসেনের পুত্র ফিরোজের মালিকানাধীন জমিতে পূর্বের দেওয়া সীমানা প্লার সামান্য মাটিতে ঢেকে গিয়েছিল এই নিয়ে বাকবিতান্ড হলে ফিরোজ তার বাড়িতে থাকা ধারালো হাসুয়া দিয়ে মক্কেলের পুত্র আব্দুল মান্নান (৫০) কুপিয়ে হত্যা করে বলে জানান নিহতের স্ত্রী জবেদা খাতুন।

সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম নির্দ্দেশে পুলিশ ঘটনাস্থলে যায় এবং হাসপাতালে লাশ উদ্ধার করেন। হত্যাকারীরা পলাতক রয়েছে।

আরও খবর:

Sponsered content