অপরাধ

কুষ্টিয়ায় ট্রাক চাপায় ছাত্র হত্যার দায়ে ড্রাইভারের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত

  admin2 ১৯ ফেব্রুয়ারি ২০২৩ , ১:৪১:৪৬ 83

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় স্কুল ছাত্রকে ট্রাক চাপা দিয়ে হত্যার দায়ে ট্রাক ড্রাইভার বাদশা শেখ (৩৯) নামের একজনকে ০২ বছরের কারাদন্ডাদেশ ও একই সঙ্গে তাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। রবিবার (১৯ ফেব্রুয়ারী, ২০২৩-ইং) বিকেলের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত বাদশা শেখ কুষ্টিয়ার কবুরহাট জগতি এলাকার মজিবর শেখের ছেলে ।

জানা গেছে, গত ২০২১ইং সালের ২৫শে ফেব্রুয়ারী কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্র আমির হামজা (১৩) বাইসাইকেলে করে কবুরহাট বাজারে যাওয়ার পথে পিছন দিক থেকে বটতৈল হতে খাজানগরগামী একটি ট্রাক তাকে স্বজোরে ধাক্কা দেয়।

পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে ।

তারপর ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে নিহতের পিতা সোহেল রানা কুষ্টিয়া মডেল থানায় বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এস.আই শেখ মোঃ মেহেদী হাসান তদন্ত শেষ করে ট্রাক ড্রাইভার বাদশা শেখকে আসামী করে গত ২০২১ সালের ৩১ মার্চে আদালতে চার্জশীট দাখিল করেন। পরবর্তীতে সাক্ষী প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষনা করেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌশুলি (পি.পি) এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, খুলনা বিভাগের মধ্যে এই প্রথম সড়ক ও পরিবহন ২০১৮ সালের মামলায় তাকে এ সাজা প্রদান করা হয়েছে। তবে দ্রুততম সময়ে এ মামলা রুজু করায় পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আদালত।

আরও খবর:

Sponsered content