অপরাধ

খুলনায় র‍্যাব ৬ এর অভিযানে প্রতারকচক্রের এক সদস্য গ্রেফতার

  admin2 ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ২:১২:৫০ 56

মোল্লা জাহাঙ্গীর আলম_ খুলনা //

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারকচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে খুলনা র‍্যাব-৬।

গত ১৯ ফেব্রুয়ারি ২০২৩ র‌্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার বটিয়াঘাটা থানা এলাকায় চাকরি দেওয়ার নামে একটি প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তির নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে।

উক্ত প্রতারক চক্র ভুক্তভোগিদের বেশ কিছু ভূয়া নিয়োগপত্র প্রদান করেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন বড় হাজীরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক মোঃ সালাউদ্দিন আকুঞ্জি(৪৩)কে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করাহয়। আসামীর বিরুদ্ধে প্রতারণা মামলা রুজু করা হয়েছে।

আরও খবর:

Sponsered content