গনমাধ্যম

মিরপুরে দৈনিক সাগর খালী পত্রিকার গৌরব ও সাফল্যের একযুগ পূর্তি উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা

  admin2 ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:৪০:১৮ 51

দেশ সংবাদ //

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে মঙ্গলবার ২১শে ফেব্রুয়ারী ২০২৩ ইং সকালে দৈনিক সাগর খালী পত্রিকার গৌরব ও সাফল্যের একযুগ পূর্তি উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক সাগর খালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব মহাম্মদ আলী জোয়াদ্দারের সভাপতিত্বে এবং মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া নাগরিক কমিটি, বিএমএর সভাপতি এবং কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এসএম মুসতানজিদ লোটাস।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হারুন অর রশীদ, মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান, বীর মুক্তিযোদ্ধের যুদ্ধ কালীল ও উপজেলা সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান, সাবেক কমান্ডার নজরুল করিম, প্রেসক্লাবের সভাপতি বাবলু রন্জন বিশ্বাস, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, এনটিভির সিনিয়র সাবিনা ইয়াসমিন শ্যামলী খন্দকার, সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, সুলতান পুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফজলুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার এনামুল হক বিশ্বাস, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ হেল বাকি, মিরপুর পাইলট মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ।

আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ,সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল,  অর্থ সম্পাদক হাফিজুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক কুদরতে খোদা সবুজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মালেক জোয়ার্দার, সদস্য হুমায়ুন কবির হিমু, আব্দুল মজিদ জোয়ার্দার, মারফত আফ্রিদি, সাবেক কোষাধ্যক্ষ সোহেল রানা, শেফাদুল ইসলাম চান্নু, আহসান হাবিব উজ্জ্বল,
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি আনোয়ার পারভেজ শান্ত, সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা লেবু,হৃদয় রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর:

Sponsered content