অপরাধ

কুষ্টিয়ার খোকসায় অস্ত্রসহ দুই মোটরসাইকেল ছিনতাইকারী আটক

  admin2 ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৪৪:২৪ 40

আব্দুর রহমান জয়

কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের নাগড়পাড়া চরের শিব মন্দিরের কাছাকাছি স্থানে প্রশান্ত শিকদারের মোটরসাইকেল ছিনতাইকালীন আগ্নেয়াস্ত্রসহ দুই মোটরসাইকেল ছিনতাইকারী শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জনতা তাদেরকে ধরে ফেলে।

পরে স্থানীয়রা আটককৃতদের মন্দিরে ডিউটিরত পুলিশের নিকট সোপর্দ করলে তাদের দেহ তল্লাসী করে একটি দেশী তৈরী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি সেভেন গিয়ার চাকু উদ্ধার করা হয়।

আটককৃত দু’জন খোকসার গোপগ্রাম ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের উসমান প্রামানিকের ছেলে হাসান ও একই ইউনিয়নের বড়ইচারা গ্রামের জব্বার মোল্লার ছেলে সজিব মোল্লা।

ভুক্তভোগী প্রশান্ত শিকদার জানান, শিব মন্দির থেকে ফেরার সময় ৫-৬ জন ব্যক্তি অস্ত্রের মুখে জিম্মি করে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় তার চিৎকারে এলাকাবাসী দুইজন ছিনতাইকারীকে ধরে ফেললে বাকিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আটককৃতদের মন্দিরে ডিউটিরত পুলিশের নিকট সোপর্দ করলে তাদের দেহ তল্লাসী করে একটি দেশী তৈরী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি সেভেন গিয়ার চাকু উদ্ধার করা হয়।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, মোটরসাইকেল ছিনতাইকালে অস্ত্রসহ দু’জনকে আটক করা হয়েছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় জানা গেছে।

আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে ও তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত দু’জনের মধ্যে হাসান নামের ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে ।

আরও খবর:

Sponsered content