কৃষি

কুমিল্লার সবজির মাঠে বেগুনের নতুন জাত ডাব বেগুন চাষ করে সফল, কৃষকদের মুখে হাসি

  admin2 ২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:০৩:২৯ 49

কুমিল্লা প্রতিনিধি

প্রথমবারের মত ডাব বেগুন চাষ করে সফল হয়েছেন কৃষকরা। ডাব বেগুনের ভালো ফলনে আনন্দিত কৃষকরা।

কুমিল্লার বুড়িচং উপজেলার সোন্দ্রম গ্রামে গিয়ে দেখা যায়, প্রতিটি গাছে ১২ থেকে ১৩টি করে বেগুন ধরে আছে। একটি বেগুনের ওজন ৭০০ থেকে ৮০০ গ্রাম।
ব্যতিক্রম জাতের এ বেগুন চাষে কৃষকদের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে। এই বেগুন দেখতে অন্য এলাকার কৃষক ও স্থানীয় লোকজনেরা নিত্য ভিড় করছেন ফসলের মাঠে।

সোন্দ্রম গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, ‘কৃষি বিভাগের পরামর্শে ২৫ শতাংশ জমিতে ডাব বেগুনের চাষ করেছি। এতে ১৫ হাজার টাকা খরচ হয়েছে।

গাছে এখন ফুল আছে। বেগুনও আছে। প্রতিটি গাছে অন্তত ৮ কেজি করে বেগুন পাওয়া যাবে। প্রতি কেজি ৪০ টাকা ধরে বিক্রি করছি। আশা করছি খরচ বাদে অন্তত ৩ লাখ টাকা লাভ হবে।’

আরও খবর:

Sponsered content