অপরাধ

রুপসায় “অনলাইন এর মাধ্যমে অবৈধভাবে ডলার ও দেশীয় অর্থ লেনদেন চক্রের ৫ সদস্য গ্রেফতার,

  admin2 ৩ মার্চ ২০২৩ , ৩:৪৫:২৯ 47

মোল্লা জাহাঙ্গীর আলম _খুলনা //

খুলনা জেলার রুপসা উপজেলায় একটি চক্র দীর্ঘদিন যাবত 1XBET, Velki live সহ বিভিন্ন বেটিং ওয়েব সাইটের মাধ্যমে অর্থ লেনদেন করে আসছে।

উক্ত চক্রটি অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যক্তির নিকট হতে অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রয় এবং বিকাশ/নগদ/রকেট/ইউপে একাউন্ট ব্যবহারের মাধ্যমে অর্থ লেনদেন করে থাকে।

গোপন তথ্যের ভিত্তিতে খুলনা লর‌্যাব-৬ গত ১ মার্চ ২০২৩ এর রাতে রুপসার পূর্ব রুপসা এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন বেটিং এর মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন চক্রের মূলহোতা আসামী ১মোঃ রাজিব শেখ(৩০) ২মোঃ এনামুল গাজী(২৮), ৩ মোঃ মেহেদী হাসান(২৯) ৪মোঃ ইদ্রিস মোল্লা(৪৪) ৫ মোঃ মামুন হোসেন(৩০)কে গ্রেফতার করে।

এ সময় সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃতদের নিকট হতে অনলাইন বেটিং এর কাজে ব্যবহৃত ৫টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

উদ্ধারকৃত মোবাইল ফোন হতে বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে বিকাশ/নগদ/উপায়/রকেট ছাড়াও অ-অনুমোদিত বিদেশী অ্যাপস মোবিক্যাশ এর সাহায্যে 1XBET সহ অন্যান্য অবৈধ বেটিং এ আয় ও ব্যয়কৃত ডলার এবং দেশীয় অর্থ অবৈধ উপায়ে লেনদেন সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীদের খুলনা জেলার রুপসা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও খবর:

Sponsered content