admin2 ৩ মার্চ ২০২৩ , ১২:০১:২৭ 33
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রুনা খাতুন (৩৬) নামের এক গৃহবধূর গলায় সাইকেলের টিউব পেচিয়ে শ্বাসরোধে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার (৩ মার্চ) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।
একই সাথে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন – কুষ্টিয়ার মিরপুর উপজেলার নফরকান্দী (ছন্দা ক্যানেলপাড়া) এলাকার জান আলীর ছেলে আব্দুস সামাদ, একই গ্রামের বাগুজা পাড়ার শামসুল আক্তারের ছেলে মতিয়ার রহমান এবং একই উপজেলার মাঝিহাট মাঠপাড়া এলাকার মৃত আব্দুল গণি সর্দ্দারের ছেলে ছালিম সর্দার।