শিক্ষা

দিনাজপুর শ্যালিকাকে নিয়ে পিকনিকে যাওয়ার পথে প্রাণ গেল দুলাভাইয়ের

  admin2 ৪ মার্চ ২০২৩ , ১:২১:১৮ 45

মোঃওয়াজ কুরনী দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরে শ্যালিকাকে নিয়ে পিকনিকে যাওয়ার পথে ট্রাকচাপায় নুরনবী ইসলাম ওরফে শুকুর আলী (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের রেলগুমটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরনবী জয়পুরহাট পাঁচবিবি উপজেলার রাধাবাড়ি এলাকার আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় তার শ্যালিকা আহত হন।
পুলিশ জানায়, শুক্রবার সকালে হাকিমপুর উপজেলার জালালপুর এলাকা থেকে মোটরসাইকেলে করে শ্যালিকাকে নিয়ে স্বপ্নপুরী যাচ্ছিলেন নুরনবী। মোটরসাইকেলটি বিরামপুর রেলগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক নুরনবীকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মোছা. মনিরা পারভিন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি হাসপাতালে আসার আগেই প্রাণ হারান। মাথায় এবং বুকে গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়। তবে উনার সঙ্গে থাকা নারীর তেমন ক্ষতি হয়নি।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ আইনি প্রক্রিয়ায় তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।।

আরও খবর:

Sponsered content