admin2 ৪ মার্চ ২০২৩ , ১:৪৭:১৪ 46
ইন্দোনেশিয়া থেকে বিমানে নিকি বাংলাদেশে আসে। মঙ্গলবার লঞ্চে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়ে বুধবার সকালে পটুয়াখালী আসেন। ওইদিনই পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে এফিডেভিট করে নিকিকে বিয়ের জন্য বাড়িতে নিয়ে যান।
ইন্দোনেশিয়ান ভাষায় নিকি উল ফিয়া বলেন, ‘বাংলাদেশ আমার কাছে খুব ভালো লেগেছে। আজকের দিনের জন্য আমি খুব খুশি এবং আমি সারা জীবন বাংলাদেশে থেকে যাব।’
ইমরানের বাবা দেলোয়ার হোসেন জানান, নিকির মায়ের সঙ্গে কথা বলে এবং তাদের সম্মতি নিয়েই এ বিয়ে সম্পন্ন হয়েছে। ওরা দুজনে সুখে থাকুক, ভালো থাকুক এটাই চাই।