অপরাধ

ঝিনাইদহ মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু

  admin2 ৬ মার্চ ২০২৩ , ৩:৪০:৪৬ 40

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে ঋণের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়।
এক পর্যায়ে ঝগড়াকে কেন্দ্র করে পুত্রের লাঠির আঘাতে হান্নান মন্ডল (৪৮) নামে এক পিতার করুন মৃত্যু হয়েছে।

স্থানীয় সূএে জানা যায়,সোমবার সকালে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে ঋণের কিস্তির টাকা
নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এক পর্যায়ে ছেলে মনিরুল ইসলাম মায়ের পক্ষ নিয়ে
বাবা হান্নান মন্ডলকে লাঠি দিয়ে আঘাত করলে
ঘটনাস্থলেই হান্নান মন্ডলের মৃত্যু হয়।

ইউপি সদস্য (মেম্বার) আলিম গাজী জানান,
পারিবারিক কলহে হান্নান মন্ডল মারা গেছে বলে শুনেছি। সাবেক মহিলা মেম্বার মাজেদা খাতুন জানান,
ঋণের কিস্তির টাকা নিয়ে পরিবারের মধ্যে
গোলযোগ হলে এ ঘটনা ঘটে।
নেপা ইউপি চেয়ারম্যান শামছুল আলম মৃধা জানান,স্বামী-স্ত্রীর মধ্যে ঋণের টাকা নিয়ে
গোলযোগের এক পর্যায়ে সে মারা যায়।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের প্রতিবেশী বলেন, ঋণের টাকা নিয়ে ঝগড়া হলে হান্নান মন্ডল
তার স্ত্রীকে চড়, থাপ্পড় মারে।
এই ঘটনায় ছেলে মনিরুল মায়ের পক্ষ নিয়ে
বাবাকে লাঠি দিয়ে আঘাত করলে
ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়।

মহেশপুর থানার এসআই আসাদুজ্জামান আসাদ জানান,
বিষয়টি তদন্তের কাজ চলমান এবং
লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ
সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর:

Sponsered content