admin2 ১০ মার্চ ২০২৩ , ৯:৫০:১৫ 54
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্নহত্যা
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্নহত্যা
আদম আলী, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামে ননদের বাড়ীতে বেড়াতে এসে গলায় ওরনা পেচিয়ে নববধুর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
নববধুর স্বামীর বাড়ী একই উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিনবাড়ী গ্রামে। নিহত নববধু মোছাঃ সামিয়া আক্তার (১৮) স্বামী মোঃ রনি শেখ।
শুক্রবার (১০ মার্চ) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামে সামিয়ার স্বামী রনি শেখের বোন জামাই আদু মোল্লার বাড়ীর ওয়াশ রুমের মধ্যে গলায় ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
সম্প্রতি ১৩/১৪ দিন আগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামের ইউনুচ আলীর ছেলে মোঃ রনি শেখের সাথে ফরিদপুরের মোঃ সামছুল আলমের মেয়ে মোসাম্মাৎ সামিয়া আক্তারের ভালোবাসার সম্পর্কে বিয়ে হয়।
বৃহস্পতিবার (৯ মার্চ) সামিয়া স্বামীর সাথে বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামে ননদের বাড়ীতে বেড়াতে যায়।
রাতে খাবার খেয়ে স্বামীর সাথে ঘুমিয়ে পড়ে। ভোররাতে প্রকৃতির ডাকে সারা দিতে রুমের এটাষ্ট বাথরুমে যায়। বের হতে দেরি দেখে বাথরুমের প্লাষ্টিকের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে বাথরুমের হ্যাঙ্গারের সাথে গলায় ওরনা পেঁচানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সকাল সাড়ে ৭ টার দিকে দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।