অপরাধ

বন্দরে ১ হাজার পিছ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সাগর গ্রেপ্তার

  admin2 ১১ মার্চ ২০২৩ , ৭:৩৫:৫৩ 30

বন্দর প্রতিনিধি:

বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী সাগর (৪৪)কে গ্রেপ্তার করেছে জেলা কাউন্টার টেরোরিজম ইউনিট ।

গত শুক্রবার (১০ মার্চ) রাত পৌনে ৮টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের ফরাজিকান্দা এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাগর বন্দর থানার ২০নং ওয়ার্ডের ফরাজিকান্দা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে। ইয়াবা উদ্ধারের ঘটনায় জেলা কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

যার মামলা নং- ২১(৩)২৩। জেলা কাউন্টার েেটেরোরিজম ইউনিট জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাগর দীর্ঘ দিন ধরে বন্দরে ফরাজিকান্দা,বেপারীপাড়া, দড়ি-সোনাকান্দা, সোনাকান্দাসহ এর আশে পাশের এলাকায় দীর্ঘ দিন ধরে অবাধে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে।
গোন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ফরাজিকান্দাস্থ ধৃত মাদক ব্যবসায়ী সাগরের শ্বশুড় বাড়ীতে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতকে শনিবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়।

আরও খবর:

Sponsered content