admin2 ১২ মার্চ ২০২৩ , ১:৪১:৪৮ 46
মাসুদ রানা লেবু
কুষ্টিয়ার ভেড়ামারায় বেপরোয়া গতি, লাইসেন্সবিহীন ও অদক্ষ চালক দ্বারা অবৈধভাবে চলাচল ও নিরীহ মানুষের প্রাণহানির বিরুদ্ধে এবং সম্প্রতি ড্রাম ট্রাকের চাকায় বিশিষ্ট হয়ে নিহত ইমরান হোসেনের অকাল মৃত্যুতে বিচারের দাবিতে রবিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর এলাকায় ও মানববন্ধন করে এলাকাবাসী।
বিক্ষোভ মিছিল সকাল ১০টায় বাহাদুরপুর বাজার থেকে শুরু হয়ে রায়টা-ভেড়ামারা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মানববন্ধন বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে বাজার কমিটির নেতা হাফিজুল রহমান আজাদ, মনি, শরিফ ও ইউপি সদস্য ইমারত ইসলাম মাটি-সহ সর্বস্তরের জনগণ ও বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
উক্ত রাস্তায় বেপরোয়া গতির ড্রাম ট্রাক-সহ সকল অবৈধ যানবাহন বন্ধ ও গত বৃহস্পতিবার সন্ধ্যায় ড্রামট্রাকের চাপার নিহত ইমরানের হত্যঅর বিচারের দাবি জানান বক্তারা।