অপরাধ

কুষ্টিয়ার দৌলতপুর রামকৃষ্ণপুরের খড়িবোনার মাঠ থেকে এক যুবকের লাশ উদ্ধার

  admin2 ১২ মার্চ ২০২৩ , ২:১৭:২৩ 37

দৌলতপুর প্রতিনিধি :

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের খড়িবোনার মাঠ থেকে মনিরুল ইসলাম এর ছেলে সোহাগ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

এ বিষয়ে সোহাগের চাচা হালিম ও জহুরুল বলেন, গতকাল শনিবার দুপুরে বাড়ি থেকে মাছ ধরার জন্য বের হয়।

রাত হয়ে গেলেও বাড়িতে না আসলে অনেক খোঁজাখুজি করি পরে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে জানিয়ে রাখি।আজ দুপুর ২টার দিকে মসলেম ফকিরের ছেলে তাহের আলী মাঠে ঘাস কাটতে গিয়ে আমির হোসেনের জমির মাঝে সোহাগকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। আমরা এসে দেখি সোহাগ মৃত অবস্থায় পড়ে আছে।

সোহাগের পিতা মনিরুল বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমার শত্রুরা হয়ত আমার ছেলেকে হত্যা করেছে। তদন্ত করে দেখলে বের হবে।

এ বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজ মন্ডল বলেন,গতকাল সোহাগের পরিবারের লোকজন আমাকে সোহাগকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়ে ছিল। আজ খবর পেলাম মাঠের মাঝে তার লাশ পড়ে আছে। তবে তাদের অন্য কোন বিষয়ে আমার জানা নাই।

ঘটনাস্থল পরিদর্শন করে দৌলতপুর-ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল তিনি জানান, লাশ উদ্ধার করা হয়েছে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর:

Sponsered content