অপরাধ

নিজ সন্তানের কাছে ধর্ষণের শিকার হলো মা, ছেলে ধর্ষণকারী আটক

  admin2 ১২ মার্চ ২০২৩ , ২:৪১:২১ 56

,

সাতক্ষীরা জেলা প্রতিনিধি //

দুনিয়াতে এমন দৃশ্য দেখতে হলো

সাতক্ষীরা জেলার তালা উপজেলার আটারোই গ্ৰামে গত ৯ই মার্চ ২০২৩ এর রাত ১ টার দিকে এই জঘন্য ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় ধর্ষক বেলাল হোসেন কে আটক করেছে তালা থানা পুলিশ। মোঃ বিল্লাল হোসেন (২০) উপজেলার আঠারোই গ্রামের মৃত জসিম উদ্দিন মোড়ল এর ছেলে।

আরো জানা গেছে, ঘটনার দিন গভীর রাতে নিজ স্বয়ং কক্ষে ঘুমাচ্ছিল মৃত্যু জসিম উদ্দিন মোড়ল এর স্ত্রী।

সুযোগ বুঝে নিজ ছেলে মোঃ বিল্লাল হোসেন রাত আনুমানিক ১ টার সময় নিজ মাকে জোর পূর্বক ধর্ষণ করে।

এঘটনায় অভিযুক্ত মা বাদি হয়ে ১১ই মার্চ ২০২৩ তালা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ধর্ষিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তালা থানা পুলিশ আসামি বিল্লাল হোসেন কে গ্রেফতার করেছে।

আরও খবর:

Sponsered content