admin2 ১২ মার্চ ২০২৩ , ৩:০৪:৩৩ 40
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত আন্ত:জেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি খেলনা পিস্তল ও বিডি পুলিশ লিখা দুইটি নকল জ্যাকেট। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মহাসড়কে ডাকাতি করত।
রবিবার, ১২ই মার্চ দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডস্থ জেলা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান পিবিআই এর পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম। গ্রেপ্তাররা হলেন, বরগুনা জেলা সদরের জকিরতব এলাকার শাহআলমের ছেলে সাইফুল ইসলাম স্বপন (৪৯), একই জেলার হলদিবাড়ীয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সিদ্ধিরগঞ্জের পূর্ব সানার পাড় এলাকার ভাড়াটিয়া রতন (৩৬) ও তার ভাই বাবুল হোসেন (৪৫), কুমিল্লা জেলার বাঙ্গুরাবাজর থানার পেন্নাইয়া গ্রামের মৃত নয়ন মিয়ার ছেলে নূর ইসলাম (৩৬), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার কবি রূপসা গ্রামের আব্দুর রউফের ছেলে মোঃ রাসেল(৩৪), একই জেলার কচুয়া থানার সফিবাদ এলাকার মৃত আলি আশরাফের ছেলে শাহরিয়ার ওরফে মোফাজ্জল (৩১) ও আক্তার হোসেনের ছেলে সালাউদ্দিন (২৭)।