অপরাধ

বগুড়ার শিবগঞ্জে দেবরের লাঠির আঘাতে ভাবীর মৃত্যু

  admin2 ১২ মার্চ ২০২৩ , ১১:০৪:০৪ 30

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে দেবরের লাঠির আঘাতে ভাবী আশরাফুন বেগম(৪৮) এর মৃত্যু হয়েছে।

শনিবার(১১ মার্চ) দিবাগত রাত ১২ টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তাঁর মৃত্যু হয়। এঘটনায় রাতেই নিহতের স্বামী থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিহত আশরাফুন বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলা কিচক ইউনিয়নের তাল পুকুরপাড়া (সোনারপাড়া) গ্রামের মাদ্রাসা শিক্ষক আমজাত হোসেনের স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মুন্জুরুল আলম।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মুন্জুরুল আলম জানান, নিহতের স্বামী আমজাদ হোসেন ও তাঁর ছোট ভাই আফজাল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্তে বিরোধ ছিল। শনিবার আশরাফুন বেগম দেবর আফজাল হোসেনের টিনের সাথে বাঁশের খড়ি(লাকড়ি) রোদে শুকাতে দিয়েছিল। ওই দিন বিকাল ৫টার দিকে এনিয়ে আফজাল ক্ষিপ্ত হয়ে যায়।

এনিয় দেবর ভাবীর কথা কাটাকাটির একপর্যায়ে আফজাল হোসেন লাঠি দিয়ে ভাবী আশরাফুনের মাথায় আঘাত করেন। এতে করে সঙ্গে সঙ্গে আশরাফুন বেগম মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা তাহাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করে দেন।রাত ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।

তিনি আরও বলেন,রবিবার বিকালে ময়নাতদন্ত শেষে লাশ দাফন সম্পন্ন হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা নেওয়া হয়েছে। মামলার আসামীদেরকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছেন বলেও জানান তিনি।

আরও খবর:

Sponsered content