অপরাধ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিয়ানে ১৩ জন আসামি আটক

  admin2 ১৩ মার্চ ২০২৩ , ৩:০০:৩৩ 28

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১৩/০৩/২০২৩ তারিখ
গ্রেফতার ১৩ জন।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া সহ মোট ১৩ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

এসআই (নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন সেহড়া ধোপাখোলাস্থ পারটেক্স ফানির্চার শো-রুমের সামনে সরকারী পাঁকা রাস্তার উপর হতে ০১জন মাদক সেবনকারী ১। মোঃ শরিফ (২৭), পিতা-মোঃ হিরো মিয়া, সাং-সেহড়া ডিবি রোড, বড়বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১৫(পনের) এ্যাম্পুল নেশা জাতীয় ইনজেকশন যাহার গায়ে ইংরেজীতে BUPRENORPHINE INJECTION I.P.2ml লেখা আছে, যাহার মোট ওজন (১৫x২)=৩০(ত্রিশ) ml সহ ইংরেজীতে আরোও অনেক লেখা উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) শাহজালাল ০৩নং ফাড়ি এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আর.কে.মিশন রোডস্থ শহর সমাজ সেবা কার্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে ০১জন মাদক সেবনকারী ১। মোঃ নাহিদ হাসান (সানি)(৩২), পিতা-মোঃ সুরুজ আলী, সাং-আকুয়া দক্ষিনপাড়া, (সোহরাব সাহেবের ইটখলার পিছনে), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং অজ্ঞাতনামা ০২জন পালিয়ে যায়। ধৃত আসামীর নিকট হইতে ৩০(ত্রিশ)পিস নেশা জাতীয় ইনজেকশন যাহার গায়ে ইংরেজীতে BUPRENORPHINE INJECTION I.P.2ml লেখা আছে, ওজন (৩০x২)=৬০(ষাট) ml উদ্ধার করা হয়।

আরও খবর:

Sponsered content