admin2 ১৩ মার্চ ২০২৩ , ৪:১৮:০২ 29
কক্সবাজার প্রতিনিধি
দীর্ঘ ৮ বছর পলাতক থাকা মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
অদ্য ১৩/০৩/২০২৩ তারিখ অনুঃ ০১.০০ ঘটিকায় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াপাড়া সাবরাং এলাকা থেকে
দীর্ঘ ৮ বছর পলাতক থাকা মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ ইসমাইল (৪৫), পিতা- কবির আহমদ, সাং-নয়াপাড়া, ইউনিয়ন- সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ ইসমাইল (৪৫) এর বিরুদ্ধে কক্সবাজার জেলার টেকনাফ থানার মামলা নং-৪৭(১১)১৪, জিআর নং-৬৭৮/১৪, প্রসেস নং-৪৮২৩/১৯, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।