অপরাধ

চুয়াডাঙ্গা থানা পুলিশ কতৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে ২জন আটক করেছে

  admin2 ১৩ মার্চ ২০২৩ , ১১:১৩:১৩ 42

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে অবৈধ নেশা জাতীয় বুপ্রেনরফাইন ইঞ্জেকশন সহ ০২(এক) জন আসামী গ্রেপ্তার।

চুয়াডাঙ্গা জেলার মাননীয় পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল মামুন স্যারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় ও সদর সার্কেল চুয়াডাঙ্গা, অতিরিক্ত পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান স্যারের তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ জনাব মাহাব্বুর রহমান স্যারের নেতৃত্বে সদর থানার চৌকস অফিসার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ
গত ইংরেজি ১৩/০৩/২০২৩ তারিখে চুয়াডাঙ্গা থানাধীন বড়বাজার সাকিনস্থ পুরাতন বাটার গলি হতে নিয়মিত ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে আসামি

১।মোঃ লিওন খন্দকার (৪২) , পিতা- খন্দকার আনসার আলী,

২।রাজীব ঘোষ (৩৭),পিতা বিশ্বনাথ ঘোষ, উভয় সাং- বাজারপাড়া, থানা ও জেলা চুয়াডাঙ্গা এর নিকট হতে ২২( বাইশ) পিস অবৈধ নেশা জাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করেন।

এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত আলোর ব্যবস্থায় আসামীর নিকট হতে প্রাপ্ত বুপ্রেনরফাইন ইনজেকশন জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তীতে থানায় আসিয়া তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানার নিয়মিত মামলা রুজু হয়।

আরও খবর:

Sponsered content