admin2 ১৪ মার্চ ২০২৩ , ৭:০৭:৩৮ 79
ভেড়ামারা প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার রায়টা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও এস এস সি ২০২৩ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩ টায় রায়টা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি’র পুত্র প্রকৌশলী শমিত আশফাকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অশিত কুমার সিংহ রায়, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, বি জে এম কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দিন,
পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল, রায়টা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন।
বিদায় অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।