অপরাধ

জামালপুর সরিষাবাড়ীতে অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ

  admin2 ১৫ মার্চ ২০২৩ , ৯:২৪:০৫ 26

মতিউর রহমান,সরিষাবাড়ী প্রতিনিধ

জামালপুরের সরিষাবাড়ীতে স্বাধীন (২৪) নামে এক অটো চালকের লাশ সরিষাবাড়ী থানা পুলিশ উদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল বুধবার ১৫ মার্চ সকালে সরিষাবাড়ী থানা পুলিশ বয়ড়া ব্রীজের নীচ থেকে নিহতের লাশ উদ্ধার করেছে বলে জানা যায়।

সূত্রে প্রকাশ, উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদের অদূরে বয়ড়া ব্রীজের নীচে কচুরী পানার ফাঁকে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় জনতা থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে কচুরী পানার মাঝ থেকে নিহতের লাশ উদ্ধার করে। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা এসে নিহতের লাশ চিহ্নিত করে।

সূত্রে আরোও জানা যায় নিহত স্বাধীনের ব্যবহৃত মুঠো ফোন থেকে মঙ্লবার রাতে কে বা কারা স্বাধীন দূর্ঘটনায় গুরতর আহত হয়ে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি রয়েছে। তার চিকিৎসার কথা বলে রাতেই বিকাশের মাধ্যমে পরিবারের নিকট থেকে ২০ হাজার টাকা নেয় ওই চক্রটি।

পরের দিন সকালে নিহত স্বাধীনের লাশ দেখতে পরিবারের সদস্যরা হতবিহ্বল হয়ে পড়ে। নিহতের পরিবার ও সচেতন মহলের ধারণা স্বাধীনকে হত্যা করে অটোরিক্সা ছিনতাই ও সুকৌশলে ছিনতাইকারীরা প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি তদন্ত বলেন নিহতের লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও খবর:

Sponsered content