অপরাধ

কুষ্টিয়া ইবি থানা পুলিশের হাতে ১০ পিচ ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী আটক

  admin2 ১৫ মার্চ ২০২৩ , ৯:৩০:১৭ 25

আজিজুল ইসলাম: ১৫/০৩/২০২৩ তারিখ বুধবার!! কুষ্টিয়া জেলার ইবি থানাধীন পিয়ার পুর বাজার সংলগ্ন থেকে ১০ পিচ ইয়াবা সহ ২ জন মাদক কারবারি আটক করেন ইবি থানা পুলিশ।

১৫ মার্চ রোজ বুধবার অফিসার ইনচার্জ জনাব আন-নূর জায়েদ এর তত্ত্বাবধানে পিয়ার পুর বাজার হতে ইয়াবা বিক্রি চলাকালীন, মাদক কারবারি জোয়ারি মজনু এবং সেন্টুকে হাতে নাতে গ্রেফতার করে।

এই বিষয়ে এস,আই মারুফ জানান মাদক কারবারির কাছ থেকে ১০ পিচ ইয়াবা, ৩ টি মোবাইল ফোন ও মাদক সেবনের ব্যাবহারিক জিনিস পত্র উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান,এবং মামলার সকল কাজের প্রস্থুতি চলমান রয়েছে।

এইদিকে ইবি থানার অফিসার ইনচার্জ জানান, যে কোন ভাবেই মাদক ব্যবসায়ী,মাদক সেবীদের ছাড় নয়।আমি যে কোন ভাবেই ইবি থানা এলাকাকে মাদক মুক্ত করবো।

আরও খবর:

Sponsered content