অপরাধ

ময়মনসিংহ কোতোয়ালী থানায় ৫ হাজার ইয়াবাসহ আসামি আটক

  admin2 ১৫ মার্চ ২০২৩ , ১২:০০:৫৬ 38

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন (নিঃ) মোঃ ওয়াজেদ আলী স্যারের নেতৃত্বে আমি এসআই (নিঃ) মো: আলা উদ্দিন সংগীয় এসআই (নিঃ)/উত্তম কুমার দাস, এএসআই (নিঃ) আমির হামজা, ক/১৪৮৪ ফরিদ আহম্মেদ, সর্ব- কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এবং ধৃত আসামী

১। আব্দুল মন্নাফ (৪৫), পিতামৃত হাজী জাকের আহম্মেদ, মাতা-শামসুন্নাহার, সাং- কেদারগুনা (মুক্তার মাষ্টারের বাড়ীর সাথে),
২। শাহীন (২৪), পিতামৃত-জসিম, মাতা- রশিদা বেগম, সাং-ডালুকিয়া, উত্তর থানা-উখিয়া, জেলা- কক্সবাজার এবং ধৃত আসামীদ্বয়ের হেফাজত হইতে উদ্ধারকৃত ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ থানায় হাজির হইয়া এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, অস্ত্র কোতোয়ালী মডেল থানার জিডি নং-১৯৯১, তারিখ- ১৪/০৩/২০১৩ ইং মূলে অত্র থানা এলাকায় মাদক উদ্ধার বিশেষ অভিযান ডিউটি করাকালীন উক্ত তারিখ রাত ২০.১০ ঘটিকার সময় অত্র থানাধীন চুরখাই মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, ঢাকা হইতে নীল রংয়ের পিকআপ গাড়ী যাহার রেজিঃ নং চট্ট মেট্রো-ন-১১-৬৯৫৯ যোগে অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য ময়মনসিংহের দিকে আসিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই করার জন্য অফিসার ইনচার্জ কোতোয়ালী মডেল থানা সাহেবকে অবহিত করিয়া উক্ত ভারিখ রাত ২০.২০ ঘটিকার সময় আমি সংগীয় অফিসার ও ফোর্স সহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন উইনার সাকিনস্থ জনৈক আজিজুল এর বস্তার দোকানের সামনে ঢাকা টু ময়মনসিংহ পাকা রাস্তার উপর পৌছাইয়া অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করিয়া যানবাহন পর্যবেক্ষন করিতে থাকা অবস্থায় উক্ত নীল রংয়ের পিকআপ গাড়ী যাহার রেজিঃ নং চট্ট মেট্রো-ন-১১-৬৯৫৯ আসিতে দেখিয়া গাড়ীটি থামানোর জন্য সংকেত দিলে গাড়ীর চালক গাড়ীটি থামাইলে গাড়ীর ভিতরে থাকা আসামী

১। আব্দুল মন্নাফ (৪৫) এবং চালক আসামী
২। শাহিন (২৪) দ্বয়কে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে তাহারা বিভ্রান্তমূলক তথ্য প্রদান সহ সন্দেহ জনক আচরন করে।

ব্যাপক জিজ্ঞাসাবাদ সহ গাড়ী থেকে নামাইয়া তথায় আগত উপস্থিত সাক্ষী ১। মোঃ আরসাদুল ইসলাম (২২), পিতা-নূরুল আমিন, মাতা-জাহানারা খাতুন, সাং-বাড়েরারপাড়, মোবা-০১৯০৬-৯৭৮৫০৯, ২। বাদন (২০), সিভা-সুরুজ মিয়া, মাতা- বেদেনা খাতুন, সাং-বাড়েরা, মোবা ০১৭০১-৮১৬৮৫১, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং তা কং/১৪৮৪ ফরিদ আহম্মেদ কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহদের মোকাবেলায় ধৃত আসামী ১। আব্দুল মন্নাফ (৪৫) এর পরিহিত পেন্টের ডান পকেট হইতে আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে নীল রংয়ের ১৫ (পনের) টি জিপারে রক্ষিত ৩,০০০ (তিন হাজার) পিস লালচে রংয়ের কথিত ইয়াবা ট্যাবলেট এবং ধৃত আসামী ২। শাহিন (২৪) এর পরিহিত জিন্স পেন্টের ডান পকেট হইতে আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে নীল রংয়ের ০৫ (পাঁচ) টি জিপারে রক্ষিত ১,০০০ (এক হাজার) পিস লালচে রংয়ের কথিত ইয়াবা ট্যাবলেট এবং তাহাদের দেখানো মতে পিকআপ গাড়ীর বুনটের ভিতর বিশেষ কায়দার রক্ষিত নীল রংয়ের ০৫ (পাঁচ) টি জিপারে রক্ষিত ১,০০০ (এক হাজার) পিস লালচে রংয়ের কথিত ইয়াবা ট্যাবলেট, সর্ব মোট (৩,০০০-১,০০০+১,০০০) = ৫,০০০ (পাঁচ হাজার) পিস লালচে রংয়ের কথিত ইয়াবা ট্যাবলেট, যাহার মোট ওজন ৫০০ (পাঁচশত) গ্রাম এবং ০১ (এক) টি নীল রংয়ের পুরাতন পিকআপ গাড়ী যাহার রেজিঃ নং-চট্ট মেট্রো-ন-১১-৬৯৫৯ উদ্ধার করিয়া ইং ১৪/০৩/২০২৩ তারিখ রাত ২১.১৫ ঘটিকার সময় পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে আমি জব্দ করিয়া জন্মতালিকা প্রস্তুত করি। আসামীদ্বয় ও আলামত নিজ হেফাজতে নেই এবং জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর নেই এবং আমি নিজেও সাক্ষর করি। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামীদ্বয় নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর টেবিল ১০ (গ)/৩৮ ধারায় অপরাধ করায় উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে উল্লেখিত ধারায় নিয়মিত মামলা রুজু করিয়া আইনগত ব্যবস্থা গ্রহন করা একান্ত প্রয়োজন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে নিয়া আরো মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া থানায় এজাহার দায়ের করেছেন।

আরও খবর:

Sponsered content