রাজনীতি

ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন জাসদের বর্ধিত সভা অনুষ্ঠিত

  admin2 ১৬ মার্চ ২০২৩ , ১:৩২:৪০ 26

দেশ সংবাদ

ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন জাসদের বর্ধিত সভা অনুষ্ঠিত

“জনগণের অধিকার আদায়ে জাসদ সবসময়ই বলিষ্ঠ ভূমিকা পালন করে”
……………………………আলহাজ্ব আব্দুল আলীম স্বপন

জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে জনগণের অধিকার আদায়ে জাসদ সবসময়ই বলিষ্ঠ ভূমিকা পালন করে চলেছে। দূর্বৃায়ণ, লুটপাট, দলবাজি-দখলবাজি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাসদের আপোষহীন ভূমিকা এদেশের সর্বস্তরের জনগণ অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।

বাজার সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্য মূল্য বৃদ্ধির ফলে জনজীবনে যে স্থবিরতা ও দূর্ভোগের সৃষ্টি হয়েছে তা থেকে পরিত্রাণ পেতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথের আন্দোলনে শামিল হতে হবে। জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন আজ বুধবার বিকেলে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অত্র ইউনিয়ন জাসদ আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে রাখা বক্তব্যে এসব কথা বলেন।

বাহিরচর ইউনিয়ন জাসদের সভাপতি জগলু সর্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসান আবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিৎ কুমার সিংহ রায়, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল, বাহিরচর ইউনিয়ন জাসদের অন্যতম নেতা শফিকুল ইসলাম শফি হাজীসহ স্থানীয় জাসদ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।।

আরও খবর:

Sponsered content