অপরাধ

বাগেরহাটের-তাপবিদ্যুৎ কেন্দ্রের বৈদ্যুতিক তার উদ্ধার ২জন আটক

  admin2 ১৬ মার্চ ২০২৩ , ১:৩৯:৫৩ 35

মোল্লা জাহাঙ্গীর আলম- খুলনা //

খুলনা বিভাগের বাগেরহাট জেলার রামপাল ১৩২০ মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কয়লাচালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের মৈত্রী পাওয়ার প্ল্যান্ট একটি গুরুত্বপূর্ন অবকাঠামো।

এই অবকাঠামো হতে কিছু অসাধু কর্মচারী ও অসাধু ব্যক্তিদের সহায়তায় বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল চুরি করে ক্রয় বিক্রয় করে আসছে।

সঠিক তথ্যের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ চোর চক্র গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখেন।

তবে গত বুধবার ১৫ ই মার্চ ২০২৩ এর বিকালে খুলনা র‌্যাব-৬ গোপন তথ্যের ভিত্তিতে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য ১ মোঃ নাছির(৫০) ২ আয়নাল(৬২)কে গ্রেফতার করেন।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে হতে চুরি হওয়া ৩৭২ কেজি বৈদ্যুতিক তার উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করত আসামীদ্বয়ের বিরুদ্ধে একটি চুরি মামলা রুজুর করা রয়েছে।

আরও খবর:

Sponsered content