অপরাধ

কুষ্টিয়ায় হকারের ছদ্মবেশে দুই ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

  admin2 ১৭ মার্চ ২০২৩ , ৩:৩৭:৪১ 45

জেলা প্রতিনিধি কুষ্টিয়া//

হকারের ছদ্মবেশে দুই ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা
কুষ্টিয়ার কুমারখালিতে ভাঙারি মালের হকার ছদ্মাবেশ ধারণ করে দুই ডাকাতকে গ্রেফতার করেছেন পুলিশের এক এএসআই।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে পাবনা সদর উপজেলার রাধাকান্তপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- পাবনা সদর উপজেলার রাধাকান্তপুর এলাকার আতাউর কাজীর ছেলে মো. রাকিবুল ইসলাম (২৬) ও মকছেদ আলীর ছেলে মো. সেলিম রেজা (৩৪)।

পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাত চক্রের আট সদস্য ১৬ জানুয়ারি রাতে উপজেলার চর ভবানীপুর গ্রামের আরব আলীর বাড়িতে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ডাকাতরা ওই ব্যবসায়ীর নিকট থেকে দুই লাখ ৪০ হাজার টাকা নিয়ে মাইক্রোবাসে করে পালানোর চেষ্টা করে।

এসময় ডাকাতের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে ডাকাতদল মনিরুল ইসলাম নামের একজন ফেলে চলে যায়। পরে এলাকাবাসী মনিরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরদিন ওই ব্যবসায়ী আটজনের নামে মামলা করেন।

ওই মামলায় মনিরুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে মনিরুলের দেওয়া তথ্যমতে ভাঙারি মালের হকার ছদ্মাবেশ ধারণ করে অভিযান চালিয়ে রাকিবুল ও সেলিম রেজা গ্রেফতার করে পুলিশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, গ্রেফতারের পর তারা ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন।

আরও খবর:

Sponsered content