অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারীও সেবনকারীদের সংঘর্ষে নিহত ১ জন

  admin2 ১৮ মার্চ ২০২৩ , ৬:১২:৫১ 33

লায়ন রাকেশ কুমার ঘোষ স্টাফ রিপোর্টার

আখাউড়ার উপজেলার কল্যাণপুর গ্রামের মাদক কারবারী ও সেবনকারীদের হামলায় আশঙ্কজনক কাজী রনি, মৃত্যুবরণ করেন টাক্কা

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় উপজেলার কল্যাণপুর গ্রামে মাদক কারবারী ও সেবনকারীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষে মাদক কারবারী আব্দুল হেকিম ওরুফে টাক্কা আহত অবস্থায় ঢাকা মেডিকেল নেয়ার পথে নিহত হয়। সরজমিনে তদন্ত ও এলাকাবাসী থেকে খবর নিয়া জানা যায়।

ঐ এলাকায় টাক্কা গং রা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসাসহ নারী কেলেংকারী জনিত ঘটনা ঘটিয়ে আসছিলো। এই বিষয়ে এলাকার যুব সমাজ ও এলাকাবাসী বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে দীর্ঘদিন ধরে মাদক কারবারীরা কল্যাণপুর গ্রামের সচেতন যুব সমাজ ও কিছু ছেলেদের টার্গেট করে হামলা সহ হুমকি ধমকি দিয়া আসিতেছিলো।

তারই প্রেক্ষিতে গত ১৭ মার্চ টাক্কা আখাউড়া থেকে ২০/২৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়া কল্যাণপুর মাদক ব্যবসায় বাধা প্রদান করা ছেলেদের উপর হামলা করে কল্যাণপুর গ্রামের কাজী রনি, কাজী সিরাজ মিয়া, সোহেল, সালেকসহ কয়েকজন কে গুরুতর আঘাত করে। যার মধ্যে কাজী রনির অবস্থা আশংকাজনক। উক্ত সংঘর্ষ এলাকাবাসীর মাইরের কারণে মাদক কারবারী টাক্কা গুরুতর আহত অবস্থায় ঢাকা হাসপাতাল নেয়ার পথে মারা যায়। বর্তমানে ও-ই এলাকায় থমথম বিরাজ করছে।

মৃত ব্যক্তির মা রুপসা বেগম খুনিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ ও সাংবাদিকদের অনুরোধ অযথা মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করবেন না, তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খবর নেওয়া হয়েছে এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। তদন্ত পূর্বক ব্যাবস্থা নেওয়া হবে। মৃত ব্যক্তির লাশ জেলা সদরে ময়নাতদন্ত করার জন্য পাঠানো হয়েছে।

আরও খবর:

Sponsered content