রাজনীতি

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন শেখ হাসিনা মনোরঞ্জন শীল গোপাল এমপি

  admin2 ২০ মার্চ ২০২৩ , ১২:২১:৪০ 86

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি

মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, সম্মান দেখিয়েছেন।

আর কোন সরকার মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেনি। তাই রক্তের দামে কেনা বঙ্গবন্ধুর বাংলাদেশে যেন পাকিস্তানী প্রেতাত্মা, একাত্তরের ঘাতক রাজাকারের দল ক্ষমতায় আসতে না পারে সে জন্য মুক্তিযোদ্ধাদের সতর্ক থাকতে হবে।
গতকাল সন্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কাহারোল উপজেলার সিঙ্গারীগাঁও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাইম হাসান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাহারোল থানার ওসি রইছ উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজদ, ইউপি চেয়ারম্যান মনোয়ারুজ্জামান, বিশিষ্ট সমাজসেব বালুরাম রায়।

এদিকে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে বি, কে উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন এমপি গোপাল।

আরও খবর:

Sponsered content